You will be redirected to an external website

Panchayat Election: বাঁকুড়া জেলা পরিষদের ৪৪ নম্বর আসনে জিতেছেন সুজাতা মণ্ডল...

Panchayat-Election:-বাঁকুড়া-জেলা-পরিষদের-৪৪-নম্বর-আসনে-জিতেছেন-সুজাতা-মণ্ডল...

জেলা পরিষদের ৪৪ নম্বর আসনে জিতেছেন সুজাতা মণ্ডল

বাংলার রাজনৈতিক মহল প্রথম সুজাতাকে চিনতে পারে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী হিসাবে। তৃণমূল থেকে স্বামীর সঙ্গেই বিজেপিতে গিয়েছিলেন সুজাতা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে আদালতের নির্দেশে নিজের এলাকায় যেতেই পারেননি সৌমিত্র। একা হাতে প্রচার সামলেছিলেন সুজাতা। জেতেন সৌমিত্র। কিন্তু সেই সৌমিত্র এখন সুজাতার প্রাক্তন স্বামী। কিছু দিন আগেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে। এ বার প্রথম বার পঞ্চায়েত নির্বাচনে ‘খাঁ’ পদবি ছেড়ে ‘মণ্ডল’ সুজাতা প্রার্থী হন। তাঁর দাবি, ১৮ হাজার ভোটে জিতেছেন তিনি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে স্বামীর সঙ্গে গোলমাল হয় তাঁর। বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন। বিধানসভা ভোটে প্রার্থীও করে তৃণমূল। ভোটগ্রহণের দিন হুগলির আরামবাগ বিধানসভা কেন্দ্রে গিয়ে বিজেপি কর্মীদের তাড়া খেতে হয়েছিল তাঁকে। লড়াই করেছিলেন, কিন্তু জিততে পারেননি। দু’বছর পর ২০২৩ সালের ১১ জুলাই বিরোধীদের সকলকে ‘তাড়িয়ে’ জয়ী তৃণমূলের সুজাতা। 

এক মাস ধরে আমি, বুথকর্মী, অঞ্চলকর্মীরা মাটি কামড়ে পড়েছিলাম। দরজায় দরজায় প্রচার করেছি। লোকসভা, বিধানসভায় যেখানে দল মাইনাসে ছিল, আমরা সেই মাইনাস কভার করেছি। সেগুলি লিড হয়েছে। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় গণতন্ত্রপ্রেমী তৃণমূল কংগ্রেসের জয়।’’

সুজাতার পরবর্তী লক্ষ্য যে উন্নয়ন করা, তা-ও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমার তিনটি অঞ্চল। উত্তরবায়, ময়নাপুর, জগন্নাথপুর।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Kolkata-Metro:-চলন্ত-মেট্রোর-সামনে-দম্পতির-আত্মহত্যার-চেষ্টা!-ব্যাহত-হল-মেট্রো-চলাচল Read Next

Kolkata Metro: চলন্ত মেট্রোর সাম...