You will be redirected to an external website

'মাতাল-লম্পট... মহিলা নিয়ে ফূর্তি করে!' সৌমিত্রর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ সুজাতার

'মাতাল-লম্পট...-মহিলা-নিয়ে-ফূর্তি-করে!'-সৌমিত্রর-বিরুদ্ধে-ফের-বিস্ফোরক-অভিযোগ-সুজাতার

সৌমিত্রর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ সুজাতার

সাংসদ সৌমিত্র খাঁ ও তাঁর তৃণমূল নেত্রী স্ত্রী সুজাতা মণ্ডল সম্পর্কে নয়া মোড়। 'বিবাহ বিচ্ছেদে'র আইনি লড়াইয়ের মাঝে 'প্রাক্তন' হতে যাওয়া স্বামীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন সুজাতা। বিস্ফোরক পোস্টে না না করে সৌমিত্রর নৈতিক চরিত্র নিয়ে আক্রমণ করার পাশাপাশি তাঁকে মাতাল লম্পট বলেও আক্রমণ করে তৃণমূলের এই নেত্রী।

ফেসবুক বিস্ফোরক পোস্টে সুজাতা সৌমিত্রের নীতিগত চরিত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি এমনকী মানুষ আগামী নির্বাচনে তাঁকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবেন বলেও দাবি করেছেন সুজাতা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, "বিধবার দৌলতে আগামীদিনে জুটবে না পরনে কাছা/তাই MP বুঝেশুনে মরণের আগেভাগেই গলায় দিয়েছে গামছা।। আগে আগে দেখো ইয়ে পাগল কা হোতা হ্যায় ক্যায়া।"

ফেসবুক পোস্টে নাম না করেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে একজন বদ্ধ পাগল, মাতাল, চরিত্রহীন, লম্পট, শিলিগুড়ির বিধবাকে নিয়ে ফূর্তি করা, তারকাটা, দলবদলু, দুর্নীতিগ্রস্ত, ধান্দাবাজ, অন্যের ঘাড়ে চেপে শেষবারের মতো জেতা এম.পি বলেও কটাক্ষ করেন সুজাতা।

সুজাতার এই ফেসবুক পোস্ট সামনে আসার পর থেকে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আগেও একাধিকবার সৌমিত্র চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাঁকে আক্রমণ করেছিলেন সুজাতা। এমনকী তাঁর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগও তুলেছিলেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

স্কুলে-দেখা-নেই-শিক্ষকদের,-ছাত্রছাত্রীর-জায়গায়-ক্লাসরুম-দখল-গবাদি-পশুদের! Read Next

স্কুলে দেখা নেই শিক্ষকদ...