You will be redirected to an external website

এখনও কেন SSKM-এ সুজয়কৃষ্ণ? হাসপাতালে ‘হানা’ ED-র

এখনও-কেন-SSKM-এ-সুজয়কৃষ্ণ?-হাসপাতালে-‘হানা’-ED-র

গ্রেফতার হওয়ার পর থেকেই অসুস্থ সুজয়কৃষ্ণ

নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র কতদিন জেলে থেকেছেন, তা হয়ত হাতে গুনে বলা যাবে। গ্রেফতার হওয়ার পর থেকেই অসুস্থ তিনি। বারবার ভর্তি হয়েছেন হাসপাতালে। সেই অভিযুক্তের খোঁজ নিতে আচমকাই এসএসকেএম-এ হাজির ইডি। বুধবার সকালে কেন্দ্রীয় সংস্থার একটি টিম পৌঁছে যায় হাসপাতালে। সুজয়কৃষ্ণের স্বাস্থ্যের খোঁজ নিতেই তাঁরা হাসপাতালে গিয়েছেন বলে সূত্রের খবর।

গ্রেফতার হওয়ার কিছুদিনের পর থেকেই অসুস্থ বোধ করেন সুজয়কৃষ্ণ ওরফে ‘কালীঘাটের কাকু’। তখনই তাঁকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা পরীক্ষা-নিরিক্ষার পর জানিয়েছিলেন, তাঁর অস্ত্রোপচার প্রয়োজন। সুজয়কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী, বেসরকারি হাসপাতালে করা হয় তাঁর অপারেশন। সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে।

জেলে ফেরার পরই ফের সুজয়কৃষ্ণ জানান, তাঁর বুকে ব্যাথা শুরু হয়েছে। গত অগস্ট মাসের শেষের দিকে ফের এসএসকেএম-এ ভর্তি করা হয় তাঁকে।  সেই থেকে আর জেলে ফেরেননি সুজয়কৃষ্ণ। তিনি ঠিক কতটা অসুস্থ? এতদিন ধরে কেন তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হচ্ছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই হাসপাতালে গিয়েছিল ইডি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Kolkata-Metro:-কলকাতায়-পুজো-দেখা-শুরু,-চতুর্থীতে-মেট্রোয়-চাপলেন-সাড়ে-সাত-লক্ষ-যাত্রী Read Next

Kolkata Metro: কলকাতায় পুজো দেখা ...