You will be redirected to an external website

panchayat Elections : ‘রাজ্যে অবিলম্বে ৩৫৫ ধারা প্রয়োগ হোক’,: সুকান্ত

panchayat-Elections-:-‘রাজ্যে-অবিলম্বে-৩৫৫-ধারা-প্রয়োগ-হোক’,:-সুকান্ত

সুকান্ত মজুমদার চিঠি বিজেপি-র সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে

ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চিঠি লিখেছেন বিজেপি-র সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। সুকান্ত বলেন, “কেন্দ্রীয় হস্তক্ষেপ চাই এখুনি। সেটা ৩৫৫ হতে পারে , ৩৫৬ হতে পারে । কোনটা হবে সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করুক। জেপি নাড্ডাকে জানিয়েছি।” এক্ষেত্রে উল্লেখ্য, ৩৫৫ ধারা অনুযায়ী, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হলে, কেন্দ্র রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব নিজের হাতে নেবে।

সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচন-সন্ত্রাসের খবর সামনে আসতে থাকে। বোমাবাজি, গুলিচালনা, ব্যালট বাক্স ছিনতাই, বুথের ভিতরেই বোমাবাজি, একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। প্রথমার্ধের মধ্যে ১২ জনের মৃত্যুর খবর আসে। বেলা যত বাড়তে থাকে, পরিস্থিতি খারাপ হতে থাকে। এমন একটা সময় আছে, কয়েক মিনিটের ব্যবধানেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খুনের খবর আসতে আসে। 

যেখানে কমিশনই দায় ঠেলছে রাজ্য পুলিশের ঘাড়ে, সেখানে বিরোধীদের কী অবস্থান? রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুপুরেই বলে দিয়েছেন, অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন। কিছুটা অভিমানের সুরেই তাঁকে বলতে শোনা গিয়েছে, “দিল্লির কে কী ভাববে, অন্য কে কী বলবে, আমার জানার দরকার নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলাকে পরিত্রাণ দেওয়ার জন্য মন্ত্রিত্ব ছেড়ে এখানে এসেছি। আমি একটা কারণে, একটা লক্ষ্য নিয়ে এসেছি। সেই লক্ষ্যে আমাকে যা করতে হয় করব। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Delhi-Rain:-বৃষ্টিতে-জল-জমেছে-রাজধানীর-রাস্তায়,সোমবার-বন্ধ-থাকবে-সমস্ত-স্কুল Read Next

Delhi Rain: বৃষ্টিতে জল জমেছে র...