You will be redirected to an external website

'মেয়েটা একা আছে,খোঁজখবর রাখিস,'অনুব্রতকন্যার দিকে নজর রাখার পরামর্শ মমতার

'মেয়েটা-একা-আছে,খোঁজখবর-রাখিস,'অনুব্রতকন্যার-দিকে-নজর-রাখার-পরামর্শ-মমতার

বাবার গ্রেপ্তারির পর থেকে কার্যত অন্তরালে সুকন্যা

গত বছরের আগস্ট থেকে মার্চ। প্রায় সাতমাস জেলবন্দি অনুব্রত মণ্ডল। বর্তমানে তিহাড় জেলই ঠিকানা তাঁর। বোলপুরের নিচুপট্টির বাড়ি আপাতত অভিভাবকহীন। সেখানে একা দিন কাটাচ্ছেন অনু্ব্রতকন্যা। স্থানীয়দের দাবি, বাবার গ্রেপ্তারির পর থেকে কার্যত অন্তরালে সুকন্যা। তাঁকে বিশেষ দেখা যায় না। সূত্রের খবর, শুক্রবার কালীঘাটের বৈঠকে স্থানীয় নেতানেত্রীদের প্রিয় ‘কেষ্ট’র বাড়ির দিকে নজর রাখার কথা বললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতর মেয়েকে দেখে রাখার কথাও জানান।

দিল্লির তিহাড় জেলবন্দি অনুব্রতর প্রতি অপত্য স্নেহ এখনও প্রবল তা শুক্রবারের বৈঠকেই স্পষ্ট। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে বীরভূমের নেতাদের উদ্দেশে মমতা বলেন, “কেষ্ট এখন জেলে রয়েছে। তোরা ওর বাড়ির খোঁজখবর রাখিস। মেয়েটা একা আছে!” তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অনুব্রতর কথা শোনা গিয়েছিল। নেতাজি ইন্ডোরের সভায় ‘দিদি’ এ-ও বলেছিলেন, “কেষ্ট যখন জেল থেকে বেরোবে তখন ওকে বীরের সংবর্ধনা দেবে।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

এবার-গণছাঁটাইয়ের-পথে-Accenture,-চাকরি-যাবে-১৯-হাজার-কর্মীর! Read Next

এবার গণছাঁটাইয়ের পথে Accentur...