ইডি দফতরেই রাত কাটল সুকন্যার ! সংগৃহীত ছবি
গ্রেফতারির পর বুধবার রাত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতরেই কেটেছে সুকন্যা মণ্ডলের। গতকাল প্রথমে অনুব্রত-কন্যাকে দিল্লির আরএমএল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত ৯টা নাগাদ প্রবর্তন ভবনে গোয়েন্দা দফতরে নিয়ে আসা হয়। ইডি সূত্রে খবর, রাতে সুকন্যাকে রুটি, সবজি, স্যুপ খেতে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, গতকাল সুকন্যার এক বান্ধবী এসেছিলেন ইডি অফিসে। তিনি তাঁর জামাকাপড় পৌঁছে দিয়ে আসেন ওই দফতরে। বৃহস্পতিবার সুকন্যাকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, কেষ্টকন্যার পাঁচদিনের হেপাজতে চাইতে পারেন ইডি আধিকারিকরা।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় বুধবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।