You will be redirected to an external website

Sukesh Chandrashekar: করমণ্ডল দুর্ঘটনায় ১০ কোটি দিতে চান প্রতারক সুকেশ চন্দ্রশেখর

Sukesh-Chandrashekar:-করমণ্ডল-দুর্ঘটনায়-১০-কোটি-দিতে-চান-প্রতারক-সুকেশ-চন্দ্রশেখর

দুর্ঘটনায় ১০ কোটি দিতে চান প্রতারক সুকেশ চন্দ্রশেখর

প্রতারণায় অভিযুক্ত সেই সুকেশ এবার ওড়িশা ট্রেন দুর্ঘটনার জন্য ১০ কোটি টাকার অনুদানের প্রস্তাব দিয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠিতে সুকেশ দুর্ঘটনার জন্য অনুদান দেওয়ার অনুমতি চেয়েছেন। চিঠিতে তিনি এ কথাও উল্লেখ করেন যে ওই টাকা ‘বৈধ এবং করযুক্ত আয়’-এর অন্তর্ভুক্ত।

চিঠিতে সুকেশ লিখেছেন, ‘এই টাকা আমার ব্যক্তিগত তহবিলের। আমার আয়ের বৈধ উৎস থেকে, যা সম্পূর্ণভাবে করযুক্ত আয়ের অন্তর্ভুক্ত। এবং রিটার্ন ফাইলিং-সহ নথিপত্রগুলি দশ কোটি টাকার ডিমান্ড ড্রাফ্টের সঙ্গে দেওয়া হবে।’ এর আগে অভিযুক্ত প্রতারক গত ২৫ মার্চ তাঁর জন্মদিন উপলক্ষে বিচারাধীনদের কল্যাণে পাঁচ কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব দিয়ে ডিজি কারাগারকে একটি চিঠি লিখেছিলেন।

৫,১১,০০,০০০ টাকা দান করার জন্য অফিসারের অনুমতি চেয়েছিলেন সুকেশ। বিশেষ করে তাঁদের জন্য যাঁরা ‘জামিন নিশ্চিত হওয়ার পরেও নিজেদের জামিনের বন্ডের জন্য টাকা দিতে সক্ষম নন। অথাবা বহু বছর ধরে কারাবন্দি থাকার ফলে তাঁদের পরিবারের খরচ, সন্তানরা শিক্ষার খরচ দিতে পারেন না।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Weather:-বুধের-মধ্যেই-দক্ষিণে-বর্ষা,-প্যাচপ্যাচে-গরম-থেকে-মুক্তির-অপেক্ষা Read Next

Weather: বুধের মধ্যেই দক্ষিণে...

Related News