You will be redirected to an external website

তীব্র তাপদাহের ফলেই আগাম ছুটির নির্দেশিকা জারি রাজ্য সরকারের !

তীব্র-তাপদাহের-ফলেই-আগাম-ছুটির-নির্দেশিকা-জারি-রাজ্য-সরকারের-!

মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য! সংগৃহীত ছবি

রাজ্যজুড়ে তীব্র দাহদাহের জেরে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল সরকার। ২৪ মে’র বদলে স্কুলে গরমের ছুটি শুরু হবে ২ মে থেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর  তীব্র দাবদাহে জ্বলছে কলকাতা-সহ গোটা বাংলা।অস্বস্তিকর গরম বেড়েই চলেছে কলকাতায়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। 

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি সকাল থেকেই চড়ছে তাপমাত্রার পারদ। যার ফল ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছ স্কুলপড়ুয়াদের। সবদিক বিবেচনা করেই স্কুলে ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই স্কুলের ছুটি প্রায় ৩ সপ্তাহ এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর । রাজ্যের সব সরকারি স্কুলে এই নির্দেশ কার্যকর হবে। বেসরকারি স্কুলগুলিকেও ছুটি এগিয়ে আনার জন্য অনুরোধ জানানো হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর।

অস্বস্তিকর গরম বেড়েই চলেছে কলকাতায়, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বুধবারের তুলনায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি কম ছিল। কলকাতায় সপ্তাহের শেষে তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রির গণ্ডি, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।প্রচণ্ড গরম আর আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা তিলোত্তমাবাসীর। ঝলসানো রোদে রাস্তাঘাটে চলাফেরা করা দায়।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

গরম-পড়তেই-বিস্তীর্ণ-এলাকায়-দেখা-দিয়েছে-জলসঙ্কট Read Next

গরম পড়তেই বিস্তীর্ণ এলা...