ফের রাজ্যের আইনমন্ত্রীকে তলব
এই নিয়ে ১১ বার আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ২৬ জুন অর্থাৎ আগামী সোমবার তাঁকে তলব করা হয়েছে। এর আগে ১১ বার ইডির তলব এড়িয়েছেন মলয় ঘটক। এবার তিনি হাজিরা দেবেন, উঠছে সে প্রশ্ন। মলয় ঘটকের পাশাপাশি অনুপ মাজিকে তলব করা হয়েছে। ২৯ জুন অনুপ মাজিকে তলব করেছে ইডি। সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। কয়লা কেলেঙ্কারি মামলায় ইডির খাতায় অনুপ মাজি ওরফে লালা কয়লাকাণ্ডের প্রধান অভিযুক্ত। এই কয়লা পাচার মামলাতেই মলয়কেও জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা।
ইডি দিল্লিতে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে চায়। কিন্তু মলয় ঘটক সম্প্রতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে অতিরিক্ত হলফনামাও জমা করেছিলেন তিনি। পঞ্চায়েত ভোটের কথা উল্লেখ করে সেই হলফনামায় রাজ্যের আইনমন্ত্রী জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোট নিয়ে আপাতত ব্যস্ত তিনি।
এর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ১৫ দিনের সময়সীমা দিয়ে মলয় ঘটককে যেন তলব করে ইডি। সে নির্দেশ মেনেই গত ২১ জুন মলয় ঘটককে ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারীরা। তবে সেই তলবও এড়িয়ে যান। এবার ফের নোটিস। সূত্রের খবর, ইডির হাতে বেশ কিছু তথ্যপ্রমাণ উঠে এসেছে। তাঁর ভিত্তিতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি।