রাজ্যজুড়ে রোদ ঝলমলে আবহাওয়া
গত কয়েকদিন ধরে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্র বেশিরভাগ সময় আকাশ ছিল মেঘলা। জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে গত কয়েকদিনে একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ডিভিসি জল ছেড়েছে। পশ্চিমের জেলাগুলিতে একাধিক জায়গা জলমগ্ন।
আগামী কয়েকদিন খুব বেশি হলে স্থানীয়ভাবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে নিম্নচাপ বাংলাদেশের দিকে সরতেই আরও গতি এল বর্ষার বিদায়ে। আগামী দিন দুয়েকের মধ্যে প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বেশ কিছু জায়গা থেকে বিদায় নিতে পারে মৌসুমী বায়ু।
উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছে বঙ্গবাসীর। জায়গায় জায়গায় জল ঢুকে গিয়েছে। পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও মুশলধারে বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে। আর তার প্রভাব দেখা গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে। একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। সাঁকো ভেঙে গিয়েছে। জল ঢুকতে শুরু করেছে নদী তীরবর্তী এলাকাগুলিতে।