ভোট গণনার দিন সুপার অ্যাকটিভ রাজভবনের পিসরুম!
ভাগ্যপরীক্ষা হবে ভোটপ্রার্থীদের। কার মুখে ফুটবে হাসি, কার মুখ হবে ভার, সেদিকে তাকিয়ে গোটা বাংলা। ভোট গণনা পর্বের আগে আরও সক্রিয় রাজভবনের পিস রুম। রাজ্যপাল সিভি আনন্দ বোস এক ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, রাজভবনের পিসরুম ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে।
অতীতে পঞ্চায়েত নির্বাচনে সময় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি ও হিংসার অভিযোগ উঠে এসেছিল। সেই সময়েও সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল রাজভবনের পিসরুমে। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে যখনই কোনও অভিযোগ গিয়েছে রাজভবনে, সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ-প্রশাসনকে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজভবনের পিসরুম থেকে। এবারের ভোট মোটের উপর শান্তিপূর্ণ হলেও, শেষ দফার নির্বাচনে বেশ কিছু অশান্তির অভিযোগ উঠে এসেছে।
এমন অবস্থায় এবার ভোটগণনার আগে আরও সক্রিয় রাজভবনের পিসরুম। ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বোস জানিয়েছেন, ‘ভোট-গণনার সময়ের পরিস্থিতির সুযোগ নিয়ে সমাজে অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে কিছু দুষ্কৃতী ও গ্যাংস্টার। সেদিকে আমাদের কড়া নজর রাখতে হবে। যে কোনও ধরনের অশান্তি পাকানোর চেষ্টা হলে, তা রিয়েল টাইম বেসিসে রাজভবনের পিস রুমে জানান। রাজভবনের পিস রুম ২৪ ঘণ্টা খোলা রয়েছে। অশান্তি নির্মূল করতে রাজভবন প্রস্তুত রয়েছে।’