You will be redirected to an external website

Arvind Kejriwal:জামিনের মেয়াদবৃদ্ধি চেয়ে কেজরীর জরুরি শুনানির আবেদন খারিজ

Arvind-Kejriwal:জামিনের-মেয়াদবৃদ্ধি-চেয়ে-কেজরীর-জরুরি-শুনানির-আবেদন-খারিজ

কেজরীওয়ালের আবেদন প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়ালের আবেদন প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট। জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন কেজরী। অবকাশকালীন বেঞ্চে বুধবারই মামলার শুনানি হোক, এমনই আবেদন জানিয়েছিলেন তিনি।

আবগারি দুর্নীতি মামলায় কেজরীওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। তিহাড় জেলে ছিলেন তিনি। তবে নির্বাচনী প্রচারের জন্য জেলের বাইরে আসতে চেয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালত সেই আবেদন মঞ্জুর করে। গত ১০ মে তিনি জামিন পান। লোকসভা নির্বাচনে প্রচারের জন্য তাঁকে মুক্তি দিয়েছিল আদালত। ১ জুন সেই জামিনের মেয়াদ শেষ হচ্ছে।

জামিনের সঙ্গে সঙ্গে কেজরীকে বেশ কিছু শর্ত দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই ২১ দিনে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর ভবন কিংবা সচিবালয়ে যেতে পারবেন না বলে জানানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে চলা মামলা নিয়ে কোথাও কোনও মন্তব্য করতেও নিষেধ করা হয়েছিল কেজরীকে। জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে দলের হয়ে টানা প্রচার করেছেন তিনি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Delhi-Weather:-সর্বোচ্চ-তাপমাত্রায়-পুড়ল-বুধের-দিল্লি!-তার-পরেই-স্বস্তির-বর্ষণ-রাজধানীতে Read Next

Delhi Weather: সর্বোচ্চ তাপমাত্র...