You will be redirected to an external website

প্রত্যাহার করা হল লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর সাসপেনশন

প্রত্যাহার-করা-হল-লোকসভায়-কংগ্রেসের-দলনেতা-অধীররঞ্জন-চৌধুরীর-সাসপেনশন

অধীর চৌধুরীর সাসপেনশন প্রত্যাহার

প্রত্যাহার করা হল লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর সাসপেনশন। বুধবার (৩০ অগস্ট), সর্বসম্মতিক্রমে তাঁর সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব গ্রহণ করল লোকসভার বিশেষাধিকার কমিটি। এবার এই প্রস্তাব পাঠানো হবে লোকসভা স্পিকারের কাছে। এদিন লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির বৈঠকে ডেকে পাঠানো হয়েছিল, লোকসভা থেকে সাসপেন্ড হওয়া অধীর চৌধুরীকে। তাঁর উপস্থিতিতে, বিশেষাধিকার কমিটি স্থগিতাদেশ প্রত্যাহারের সুপারিশ করে এক প্রস্তাব গ্রহণ করে। বাদল অধিবেশনের শেষ দিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্যের কারণে, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাঁকে।

১১ অগস্ট, ‘আপত্তিকর আচরণের’ অভিযোগে, লোকসভা থেকে অধীর চৌধুরীকে অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বরখাস্ত করার প্রস্তাব দিয়েছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। প্রহ্লাদ যোশী দাবি করেছিলেন, ‘লোকসভা এবং লোকসভার অধ্যক্ষের কর্তৃত্বকে সম্পূর্ণ অবজ্ঞা করে বারবার ইচ্ছাকৃতভাবে কটু মন্তব্য এবং আপত্তিকর আচরণ করেছেন অধীর চৌধুরী’। সাময়িকভাবে বরখাস্তের পর, সংবাদমাধ্যমের সামনে কংগ্রেস সাংসদ জানিয়েছিলেন, তাঁর আসল উদ্দেশ্য ছিল তাঁদের যুক্তিগুলি স্পষ্টভাবে উপস্থাপন করা।

বিশেষাধিকার কমিটিকেও অধীর চৌধুরী জানান, কারও অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। বাদল অধিবেশন চলাকালীন সংসদে ভিতর তিনি যে মন্তব্যগুলি করেছিলেন, তার জন্য তিনি দুঃখ প্রকাশও করেন। এরপরই তাঁকে লোকসভা থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিশেষাধিকার কমিটি। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বৃষ্টির-পূর্বাভাস-রাজ্যে,-কোন-কোন-জেলা-ভাসবে-জানাল-আবহাওয়া-অফিস Read Next

বৃষ্টির পূর্বাভাস রাজ্য...