মৃতের সংখ্যা আরও বাড়তে পারে
জলপাইগুড়ির মালবাজারে, মাল নদীতে হড়পা বানের কারণে গতকাল দুর্গাপুজোর ভাসানে ঘটে গিয়েছে ভয়ংকর দুর্ঘটনা। এখনো পর্যন্ত আটজনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। ভেসে গেছে প্রচুর মানুষ। তাঁদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হয়েছে।
এই পরিস্থিতিতে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদ্ধার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার আবেদন করেছেন রাজ্য সরকারের কাছে। প্রসঙ্গত, বুধবার রাত দেড়টা পর্যন্ত চলেছে উদ্ধার কাজ। কিন্তু বৃহস্পতিবার উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়ায় প্রচন্ড বৃষ্টি। উদ্ধার কাজে দেরি হওয়ার জন্য মালবাজার হাসপাতালে এদিন সকালে মৃত ও নিখোঁজ পরিবারের তরফ থেকে ব্যাপক বিক্ষোভ দেখানো হয় বলে জানা গিয়েছে। প্রশ্ন উঠেছে, হাসপাতালের পরিষেবা নিয়েও।
পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি মালবাজার হাসপাতালে পৌঁছান পুলিশ সুপার দেবর্ষি দত্ত। কার্যত উদ্ধারকাজে সহায়তা করছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। মাল নদীতে হড়পা বানের কারণে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও ঘোষণা করা হয়েছে আর্থিক সাহায্যের। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।