You will be redirected to an external website

Swara Bhaskar: মা হলেন স্বরা ভাস্কর, স্বামী ফাহাদের সঙ্গে সদ্যোজাতের

Swara-Bhaskar:-মা-হলেন-স্বরা-ভাস্কর,-স্বামী-ফাহাদের-সঙ্গে-সদ্যোজাতের

মা হলেন স্বরা ভাস্কর, স্বামী ফাহাদের সঙ্গে সদ্যোজাতের

শনিবার বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর এবং রাজনীতিক ও সমাজকর্মী ফাহাদ আহমেদের নতুন অভিভাবক হলেন। মা হওয়ার সুখবর স্বরা ইনস্টাগ্রামে ভাগ করে নেন সোমবার সন্ধ্যায়। নামকরণও করে ফেলেছেন ইতিমধ্যেই। সকলের কাছে আশীর্বাদ চেয়ে জানালেন, কন্যা সন্তানের মা হয়েছেন স্বরা।

লতি বছরের প্রেমের মাস ফেব্রুয়ারিতে এক প্রকার কোনও ঘোষণা ছাড়াই গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে সইসাবুদ সারেন অভিনেত্রী। তার পর মার্চ মাসে বিয়ের সামাজিক অনুষ্ঠান। দিল্লিতে তাঁর দিদিমার বাড়িতে সব আচার-অনুষ্ঠান মেনে সাত পাক ঘুরেছেন স্বরা। গায়েহলুদ থেকে মেহেন্দি, সঙ্গীত— স্বরা ও ফাহাদের বিয়েতে আয়োজন ছিল সব অনুষ্ঠানের। তা ছাড়াও একাধিক রিসেপশনের আয়োজন করেছিলেন দম্পতি। বিয়ের কয়েক মাস পরে গত জুনে সমাজমাধ্যমের পাতায় স্বরা ঘোষণা করেন, তিনি সন্তানসম্ভবা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Train-accident:-রেললাইন-ছেড়ে-মথুরা-স্টেশনের-প্ল্যাটফর্মে-উঠে-গেল-লোকাল-ট্রেন! Read Next

Train accident: রেললাইন ছেড়ে মথু...