You will be redirected to an external website

BJP Join: বিজেপিতে যোগ দিলেন স্বস্তিকা, মিঠুনের হাত ধরে রাজনীতিতে পা…

BJP-Join:-বিজেপিতে-যোগ-দিলেন-স্বস্তিকা,-মিঠুনের-হাত-ধরে-রাজনীতিতে-পা…

মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন স্বস্তিকা

রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে শনিবার সভা করেন মিঠুন চক্রবর্তী। তাহেরপুরের মাঠে এদিন জনসভা করেন মিঠুন। সেখানেই বিজেপিতে যোগ দেন মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। সূত্রের খবর, গত বছর ২৮ মে মুকুটমণি অধিকারীর সঙ্গে রেজিস্ট্রি বিবাহ হয় স্বস্তিকার। এখন তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এই আবহেই বিজেপিতে যোগ দিলেন তিনি।

চলতি ভোটে রানাঘাটে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে। সম্প্রতি কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের এক মিছিলে শামিল হন তিনি। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে যোগ দেন তৃণমূলে। এরপরই মুকুটকে প্রার্থী করে তৃণমূল।

এবার ভোটের আগে নির্বাচন কমিশনে মুকুটমণি যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী সম্পর্কে মুকুটমণি জানান, তাঁরা আলাদা থাকেন। তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা চলছে।

এদিন বিজেপিতে যোগ দিয়ে মুকুটমণির স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী বলেন, “উনি তো বিয়েটাই চেপে রাখতে বলেছিলেন। পরে আমাকে ডিভোর্সের ব্যাপারে চাপ দিতে থাকেন মুকুটমণি অধিকারী ও তাঁর পরিবার। আমি এফআইআর করি।”

এ বিষয়ে মুকুটমণি অধিকারী বলেন, “বিজেপি এবং জগন্নাথ সরকার একটা নোংরা খেলা খেলছেন। একজন অভিনেতা হিসাবে মিঠুন চক্রবর্তী আমাদের সম্মানীয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Narendra-Modi:-‘নিজের-দেশকেই-ভয়-দেখাচ্ছে’,-কংগ্রেসকে-‘পাকিস্তান-প্রেমী’-বলে-কটাক্ষ-মোদীর Read Next

Narendra Modi: ‘নিজের দেশকেই ভয় দ...