You will be redirected to an external website

Election 2024 Result: ঘণ্টার গণনার শেষে বাংলায় এগিয়ে TMC, টেক্কা দেবে বিজেপি?

Election-2024-Result:--ঘণ্টার-গণনার-শেষে-বাংলায়-এগিয়ে-TMC,-টেক্কা-দেবে-বিজেপি?

ঘণ্টার গণনার শেষে বাংলায় এগিয়ে TMC

ডায়মন্ড হারাবারের সাতটি বিধানসভাতেই লিড দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ১২ হাজার ৮৫৮।প্রথম রাউন্ড গণনার শেষে যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ। এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ২২৪৮৭, দ্বিতীয় BJP-অনির্বাণ গাঙ্গুলি। তাঁর ভোট ১৫৭৪১, তৃতীয় স্থানে সৃজন ভট্টাচার্য। প্রাপ্ত ভোটে এখনও অবধি ৫৫৭৩।প্রথম রাউন্ড শেষে কলকাতা উত্তর কেন্দ্রে এগিয়ে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে তিন হাজার ভোটে এগিয়ে তিনি। অপরদিকে, পিছিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়।

পোস্টাল ব্যালট গণনার প্রথমে দেখা গিয়েছিল এগিয়ে গিয়েছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সেখানে এগিয়ে গিয়েছেন তৃণমূলের বিপ্লব মিত্রপ্রথম ১ ঘণ্টার গণনায় বাংলায় কিন্তু দাপট দেখাচ্ছে পদ্ম শিবির। পোস্টাল ব্যালট গণনায় দেখা যাচ্ছে ২৩ আসনে এগিয়ে BJP। তৃণমূল এগিয়ে ১৬ আসনে। কংগ্রেস ২টি আসনে এগিয়ে। আর সিপিএম ১টি আসনে।

গণনার আধ ঘণ্টা হয়েছে। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে পিছনে ফেলে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে আটটা পর্যন্ত গণনা অনুযায়ী এগিয়ে রয়েছেন রচনা। রাজনীতির আঙিনায় একেবারেই আনকোড়া রচনা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Amethi:-এগিয়ে-রাহুল,আমেঠিতে-পিছিয়ে-গেলেন-স্মৃতি-ইরানি Read Next

Amethi: এগিয়ে রাহুল,আমেঠিতে প...