You will be redirected to an external website

বিজেপিতে রদবদবল, কল্যাণের জায়গায় এলেন তমোঘ্ন

বিজেপিতে-রদবদবল,-কল্যাণের-জায়গায়-এলেন-তমোঘ্ন

কল্যাণ চৌবেকে সরিয়ে সেই পদে আনা হল তমগ্ন ঘোষকে

বঙ্গ বিজেপিতে আবারও রদবদল। এবার কল্যাণ চৌবেকে সরিয়ে সেই পদে আনা হল তমগ্ন ঘোষকে। সোমবার এমনটাই ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এতদিন পর্যন্ত এই পদের দায়িত্বে ছিলেন কল্যাণ চৌবে ৷

বিজেপি সূত্রে জানানো হয়েছে, পদে থাকাকালীনই কল্যাণ এআইএফএফ-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। স্বাভাবিকভাবে ফুটবল ফেডারেশনে গুরু দ্বায়িত্ব পাওয়ার পর দলকে বেশি সময় দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাই দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কল্যাণ চৌবেকে অবশ্য বিশেষ আমন্ত্রিত সদস্য পদ দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আর খুব বেশি বাকি নেই তাই সাংগঠনিক কাজে কোনওরকম ঢিলেমি দিতে চায় না গেরুয়া শিবির। আর তাই দ্রুত কল্যাণের জায়গায় তমোঘ্নকে আনা হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

AUTHOR :Ranjit Panji

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সহজে কোটিপতি-হওয়ার-স্বপ্ন-জলে!-বন্ধ-হয়ে-গেল-লটারির-টিকিট-বিক্রি!-জানুন Read Next

সহজে কোটিপতি হওয়ার স্বপ...