You will be redirected to an external website

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল

নিয়োগ-দুর্নীতি-মামলায়-গ্রেফতার-মানিক-ঘনিষ্ঠ-তাপস-মণ্ডল

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তাপস মণ্ডল

নিয়োগ দুর্নীতি মামলায় এ বার তাপস মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপসকে রবিবার দুপুরেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। প্রায় ঘণ্টা তিনেক জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর রবিবার বিকেলে তাঁকে মেডিক্যাল চেক আপের জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার অবশ্য তাপস ছাড়াও সিবিআই গ্রেফতার করেছে নিয়োগ মামলার আর এক অভিযুক্ত নীলাদ্রি ঘোষকে।

নিয়োগ দুর্নীতিতে তাপসের নাম প্রকাশ্যে আসে মানিকের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর। শিক্ষা সংস্থার ব্যবসায়ী তাপসকে এর পর বহুবার সিবিআই এবং ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। তাপস প্রথম থেকেই চাকরিপ্রার্থীদের থেকে বেআইনি ভাবে অর্থ নেওয়ার ঘটনায় নানা তথ্য তদন্তকারীদের দিয়ে এসেছেন। তাপসের দেওয়া বয়ানের ভিত্তিতেই নাম জানা যায় শাসক দল তৃণমূলের হুগলির যুবনেতা কুন্তল ঘোষের। পরে যাঁর বাড়ি থেকে চাকরি প্রার্থীদের ওএমআর শিটের কপিও উদ্ধার করেন তদন্তকারীরা। এছাড়া নিয়োগ মামলায় আরেক অভিযুক্ত গোপাল দলপতির সন্ধানও তদন্তকারীদের দিয়েছিলেন তাপস। তাপসকে জিজ্ঞাসাবাদ করেই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বৃহত্তর চক্রের সন্ধান পেয়েছিল নিয়োগ মামলার তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডি। তদন্তকারীরা জানতে পারেন, মানিকের পুত্রের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল তাপসের। রবিবার বিকেল ৫টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

করোনা,-ডেঙ্গির-পরে-নতুন-করে-মারাত্মক-উদ্বেগ-তৈরি-করছে-অ্যাডিনোভাইরাস Read Next

করোনা, ডেঙ্গির পরে নতুন ক...