তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি চলল ১২ ঘণ্টা!
প্রায় ১২ ঘণ্টার তল্লাশি চালিয়ে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে বেরোলে ইডি। শুক্রবার সকালে ৬টা ৪০ মিনিটে বরাহনগরের তৃণমূল বিধায়কের বউবাজারের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। বেরিয়ে এল সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ। এই ১২ ঘণ্টা ধরে কী হল? ইডির তল্লাশি শেষ হওয়ার পর সাংবাদিকদের তাপস জানিয়েছেন, ‘‘কিছুই পায়নি ওরা।
শুক্রবার সকাল থেকেই শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা দেখা গিয়েছিল। জোড়া তল্লাশি অভিযানে বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিলেন ইডির তদন্তকারীরা। এর আগে সন্দেশখালি এবং বনগাঁয় ইডির আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি অভিযানে এসেছিল ইডি। ভোরবেলায় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর দল প্রথমে ঘিরে ফেলে তাপসের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িটি। তার পরে ভিতরে যান ইডির গোয়েন্দারা।
ইডি সূত্রে জানা গিয়েছিল, তাপসের বাড়িতে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে গিয়েছিলেন ইডির গোয়েন্দারা। পরে ইডি তল্লাশি চালিয়ে সন্ধ্যায় প্রায় খালি হাতে ফিরলে, তাপস বলেন, ‘‘আমি নিজেও অত্যন্ত আশ্চর্য হয়েছি। কয়েকটা নথি নিয়ে গিয়েছে। কিছু তো নেই। পাবে কি!’’