You will be redirected to an external website

Ram Mandir: বিগ-বি, রজনীকান্ত থেকে আলিয়া-ক্যাটরিনা, রাম মন্দিরে বসেছে তারকার হাট

Ram-Mandir:-বিগ-বি,-রজনীকান্ত-থেকে-আলিয়া-ক্যাটরিনা,-রাম-মন্দিরে-বসেছে-তারকার-হাট

রাম মন্দিরে বসেছে তারকার হাট

রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ জানানো হয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের। ডাক পেয়েছেন বলিউডের তারকারাও।সকালেই অযোধ্যায় এসে পৌঁছন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী ক্যাটরিনা কইফ। সোনালি রঙের ফয়েলের শাড়িতে দেখা যায় ক্যাটরিনাকে। ভিকি পড়েছেন সাদা রঙের কুর্তা।অযোধ্যায় এসে পৌঁছেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাটও। সাদা ধুতি-পাঞ্জাবীতে দেখা যায় রণবীরকে। সবুজ রঙের শাড়়ি পড়েছেন আলিয়া।'ধকধক গার্ল' মাধুরী দীক্ষিতও এসেছেন অযোধ্যায়। তাঁর সঙ্গে এসেছেন স্বামী ডঃ রাম নেনেও।

রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনীও। সকালেই তিনি রাম মন্দিরের উদ্দেশে রওনা দেন।অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানো যোগ দিতে এসেছেন সচিন তেন্ডুলকর।গতকালই অযোধ্যায় এসে পৌঁছেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁকে একটি মন্দিরে ঝাড় দিতেও দেখা যায়।রাম মন্দিরের উদ্বোধনে আসছেন অভিনেতা রজনীকান্ত। আসছেন রজনীকান্তের প্রাক্তন জামাতা ধনুশও।রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত বিগ-বিও। সকালেই মুম্বই বিমানবন্দরে দেখা যায় তাঁকে। এসেছেন অভিনেতা জ্যাকি শ্রফ। সঙ্গে একটি গাছ এনেছেন তিনি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:--মিলল-পূর্বাভাস,-বাংলার-‘দুয়ারে’-ফের-হাজির-ঠান্ডা Read Next

Weather: মিলল পূর্বাভাস, বাংল...