You will be redirected to an external website

Tejashwi Yadav: নীতীশকে হটিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন তেজস্বী? পোস্টার পড়তেই জল্পনা

Tejashwi-Yadav:-নীতীশকে-হটিয়ে-মুখ্যমন্ত্রী-হচ্ছেন-তেজস্বী?-পোস্টার-পড়তেই-জল্পনা

নীতীশকে হটিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন তেজস্বী

নীতীশ কুমারের বদলে এবার মুখ্যমন্ত্রী (Chief Minister) হবেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)? এমনই জল্পনা উসকে দিচ্ছে পোস্টার। বিহারের উপমুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পটনায় পোস্টার লাগানো হয়েছে রাষ্ট্রীয় জনতা দলের তরফে। আর সেই পোস্টারেই দেখা গিয়েছে তেজস্বী যাদবকে ‘হবু মুখ্যমন্ত্রী’ বলেই উল্লেখ করা হয়েছে। পোস্টার দেখা যেতেই শুরু হয়েছে আরও একটি জল্পনা। 

আগামী ৯ নভেম্বর আরজেডি নেতা তথা বিহারের উপমুখ্য়মন্ত্রী তেজস্বী যাদবের জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষ্য়েই আরজেডি কর্মীরা রবিবার পটনায় তেজস্বীর বাড়ির বাইরে পোস্টার লাগান। সেখানে তাঁকে ‘হবু মুখ্যমন্ত্রী’ বলেই শুভেচ্ছা জানানো হয়।

এই পোস্টার পড়তেই জল্পনা শুরু হয়েছে, তবে কি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চলেছেন নীতীশ কুমার? তেজস্বী মুখ্যমন্ত্রী হলে তিনি কী করবেন? যদিও এর সপক্ষেও যুক্তি দিয়েছে বিজেপি। তাদের দাবি, প্রধানমন্ত্রী হতে চান নীতীশ কুমার। আসন্ন লেকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ হতে পারেন তিনি। যদিও বরাবরের মতোই প্রধানমন্ত্রী হওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন বিহারের সাতবারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Earthquake:-ফের-জোরাল-ভূমিকম্পে-কেঁপে-উঠল-দিল্লি-সহ-সংলগ্ন-অঞ্চল Read Next

Earthquake: ফের জোরাল ভূমিকম্পে...