You will be redirected to an external website

Durga Puja 2023: ‘রাম মন্দির’ দেখতে কলকাতায় হাজির তেজস্বী সূর্য

Durga-Puja-2023:-‘রাম-মন্দির’-দেখতে-কলকাতায়-হাজির-তেজস্বী-সূর্য

‘রাম মন্দির’ দেখতে কলকাতায় হাজির তেজস্বী সূর্য

শারদোৎসবের মাঝেই শহরে এলেন বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তথা তরুণ সাংসদ তেজস্বী যাদব। বৃহস্পতিবার রাতে শহরে পৌঁছেছেন তিনি। কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর তিনি জানান, শহরের কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করবেন তিনি। সেই তালিকায় যে ‘রাম মন্দির’ আছে, সে কথাও উল্লেখ করেছেন তিনি। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম রাম মন্দির।

দুর্গাপুজোর সময় কলকাতায় এসে আপ্লুত যুব মোর্চার সভাপতি। তিনি জানিয়েছেন, নেতৃত্ব যেমনটা ঠিক করে দেবেন, সেভাবেই বিভিন্ন জায়গায় যাবেন তিনি। তবে রাজনীতি নিয়ে মুখ খুলতে চাননি তেজস্বী। তিনি বলেন, এখন রাজনীতির সময় নয়, তাই রাজনীতির কথা বলব না।

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এবার রাজনীতিদের আনাগোনা লেগে রয়েছে। এছাড়াও অমিত শাহ উদ্বোধন করার পর এই পুজো মণ্ডপ ঘুরে গিয়েছেন, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এছাড়া, বৃহস্পতিবার রাতেই ওই মণ্ডপে দেখা যায় প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে। পুজো মণ্ডপের সামনে খোশমেজাজে বেশ কিছুক্ষণ তাঁদের গল্প করতেও দেখা যায়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

পুজোর-মুখে-বঙ্গোপসাগরে-শক্তি-বাড়াচ্ছে-নিম্নচাপ,ভালো-কি-কাটবে-পুজো? Read Next

পুজোর মুখে বঙ্গোপসাগরে ...