You will be redirected to an external website

Telangana : তেলঙ্গানার সরকারি অফিসে মাথায় হেলমেট পরে কাজ কর্মীদের...

Telangana-:-তেলঙ্গানার-সরকারি-অফিসে-মাথায়-হেলমেট-পরে-কাজ-কর্মীদের...

মাথায় হেলমেট পরে কাজ কর্মীদের

অফিসের ছাদ ভেঙে পড়ে গুরুতর চোট আঘাত পেতে পারেন। এই আশঙ্কায় মাথায় হেলমেট পরে কাজ করছেন তেলঙ্গানার সরকারি কর্মচারীরা। সে রাজ্যের জাগতিয়াল জেলার বীরপুরে মণ্ডল পরিষদ উন্নয়নের অফিস। সেখানকার কর্মচারীদের অভিযোগ, তড়িঘড়ি করে একটি ভগ্নপ্রায় বাড়িতে অফিস উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

কর্মচারীদের আরও অভিযোগ, কোনও রকম রক্ষণাবেক্ষণ ছাড়াই ব্যক্তি মালিকানাধীন একটা বাড়িতে সরকারি অফিস চালু করা হয়েছে। কিছু দিন আগে এক কর্মচারীর টেবিলে ছাদের চাঙড় খসে পড়ে। অল্পের জন্য বিপদের হাত থেকে রক্ষা পান তিনি। জেলা প্রশাসনের তরফেও বাড়িটিকে ‘বিপজ্জনক’ বলে স্বীকার করে নিয়ে অন্যত্র অফিস খোলার পরামর্শ দেওয়া হয়েছে। তার পরেও সেখানে অফিস চালানো হচ্ছে বলে অভিযোগ কর্মচারীদের।

কর্মচারীরা জানান, অফিসে আসা মানুষদের রক্ষা করতে তাঁরা সম্প্রতি ঠিক করেছেন, সরকারি প্রকল্পের উপভোক্তাদের বাইরে দাঁড় করানো হবে। সেখানে টেবিল নিয়ে বসে থাকবেন কর্মচারীরা। ওই অফিসের এক জনের কথায়, “এক বছর হল এই অফিসে এসেছি। এর মধ্যেই তিন বার অল্পের জন্য প্রাণে বেঁচেছি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

‘মণিপুরে-হিংসার-বীজ-কংগ্রেসই’,-রাহুলকে-আক্রমণ-কেন্দ্রীয়-মন্ত্রীর Read Next

‘মণিপুরে হিংসার বীজ কংগ...