You will be redirected to an external website

কাঠফাটা রোদে অসহনীয় গরম ,দক্ষিণবঙ্গে আরও চড়বে পারদ !

কাঠফাটা-রোদে-অসহনীয়-গরম-,দক্ষিণবঙ্গে-আরও-চড়বে-পারদ-!

চৈত্রের শেষ সপ্তাহেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ । সংগৃহীত ছবি

চৈত্রের শেষ সপ্তাহেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ! আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস। কাঠফাটা রোদের সঙ্গে অসহনীয় গরম, আবহাওয়ার এমন রৌদ্ররূপ থাকবে চৈত্রের শেষ দিন পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও বৃদ্ধি পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের একাধিক রাজ্যে আগামী ৫ দিন তাপমাত্রা বাড়তে পারে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং ছত্তিশগড়ের মতো রাজ্যে আবার দমকা হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীরেও। কিন্তু, পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপপ্রবাহের মতো পরিস্থিতি না হলেও, গরমের দাপট বেশ ভালোই থাকবে।

রবিবার কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও দাবদাহ বজায় রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ার মতো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। রবিবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলের তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি। শ্রীনিকেতনে পারদ চড়েছে ৩৮ ডিগ্রিতে। কলকাতার অদূরে ব্যারাকপুরে তাপমাত্রা ছুঁয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি। মেদিনীপুরে পারদ ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি। সৈকত শহর দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৪.৬ ডিগ্রি। কাঁথির তাপমাত্রা ৩৭ ডিগ্রি। ডায়মন্ড হারবারের তাপমাত্রা ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Amit-Shah:-শুক্রবার-বঙ্গ-সফরে-অমিত-শাহ,-সিউড়িতে-হতে-পারে-জনসভা Read Next

Amit Shah: শুক্রবার বঙ্গ সফরে অ...