তীব্র গরম থেকে মিলতে চলেছে সাময়িক স্বস্তি
তীব্র গরম থেকে মিলতে চলেছে সাময়িক স্বস্তি। আগামী ঘণ্টাখানেকের মধ্যেই বৃষ্টিতে ভিজবে রাজ্যের বেশ কয়েকটি জেলা। পূর্ব বর্ধমান ও হুগলিতে আগামী দু'ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আপাতত তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। বিহার, ঝাড়খণ্ড, বাংলায় তাপপ্রবাহের সর্তকতা। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি।সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বিহারে চরম তাপপ্রবাহের সর্তকতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম বাড়বে। ৩ জেলায় তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গে।দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপপ্রবাহের সর্তকতা। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে আজ, মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।কলকাতাতেও চরম অস্বস্তিকর আবহাওয়া। তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে।
মাত্রাতিরিক্ত গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি ও দাবদাহ-প্রকৃতির এই সাঁড়াশি-চাপে প্রবল অস্বস্তিতে গোটা দক্ষিণবঙ্গে। গরমের দহন জ্বালায় নাভিশ্বাস তিলোত্তমা, কলকাতার স্বাভাবিক জনজীবন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমের দাপটের মধ্যেই আপাতত স্বস্তির কোনও অবকাশ নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বরং আগামী কিছু দিন তাপমাত্রা আরও বাড়তে পারে।