কবে মিলবে স্বস্তির হাওয়া ! সংগৃহীত ছবি
কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ আবারও গরমের দাপটে ঘামছে, রোদের দাপটে কাহিল অবস্থা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের আরও বাড়বে গরম।
বিগত কয়েক দিন ধরেই তেজ দেখাচ্ছে গরম। দারুণ অগ্নিবাণে হিমশিম খাচ্ছেন সকলে। শুষ্ক আবহাওয়া এবং অস্বস্তিকর গরম— এই দুইয়ের জেরে কাহিল দক্ষিণবঙ্গবাসী। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
কলকাতার তাপমাত্রাও চড়তে পারে ২-৩ ডিগ্রি।গত শনিবার থেকেই আবার গরমে ঘামছে কলকাতা। রবিবারও গরমের দাপটে নাজেহাল হতে হয়েছে, আর সোমবার সকাল থেকেই চড়া রোদের দাপট ছিল শহর ও শহরতলিতে। আবহবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন গরম বাড়বে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।