দুই গোষ্ঠীর সংঘর্ষে জামসেদপুরে উত্তেজনা । সংগৃহীত ছবি
দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের উত্তেজনার পারদ চড়ছে ঝাড়খণ্ডের জামশেদপুরে, উত্তেজনা বাড়তে থাকায় জামশেদপুর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরের শাস্ত্রী নগর এলাকায় পুলিশকে ঢল দিতেও দেখা গিয়েছে। এলাকায় শান্তি, সুস্থিতি বজায় রাখতেই পুলিশের টহলদারি শুরু হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট সংযোগ।
ধর্মীয় পতাকার 'অপমান' করা হয়েছে, এই অভিযোগেই জামশেদপুরে রবিবার দুই গোষ্ঠীর কিছু মানুষের মধ্যে ঝামেলা হয়। পাথর ছোড়ার ঘটনাও ঘটে। শাস্ত্রীনগর এলাকায় ছড়ায় উত্তেজনা। শুধু তাই নয়, শাস্ত্রীনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হলে, দু'টি দোকান এবং একটি অটো জ্বালিয়ে দেওয়া হয়। যা নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ হাজির হয়। উত্তেজনা থামাতে পুলিশকে বাধ্য হয়ে টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয়। এরপরই ওই এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। পাশাপাশি ওই এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ।
পশ্চিম সিংভূম -এর এসএসপি প্রভাত কুমার সোমবার বলেছেন, "এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ড্রোন-সহ পুলিশ বাহিনী ও নজরদারি দল মোতায়েন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"