বর্ধমান স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড
বর্ধমান স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড। স্টেশন চত্বরেই ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক ভেঙে ইতিমধ্যেই জখম বেশ কয়েকজন। বর্ধমান স্টেশনে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ল এই জলের ট্যাঙ্ক। তাতে তিন জনের মৃত্যু ঘটেছে বলে খবর।
এই ঘটনার কারণে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ করা হয় ট্রেন চলাচল। এর আগেও বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছিল। গত ২০২০ সালের ৪ জানুয়ারি বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বার ভেঙে ১ জনের মৃত্যু হয়েছিল। এবারও মারাত্মক ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে।
এদিকে, বর্ধমানের স্টেশনের দুর্ঘটনায় তৎপরতা শুরু নবান্নের। পূর্ব বর্ধমানের জেলাশাসককে সব সাহায্য করার নির্দেশ মুখ্যসচিবের। কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের জন্য হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করার নির্দেশ।