You will be redirected to an external website

মোদীর গীতাপাঠের দিনেই হবে টেট,বদলের আর্জি মানল না কলকাতা হাই কোর্ট

মোদীর-গীতাপাঠের-দিনেই-হবে-টেট,বদলের-আর্জি-মানল-না-কলকাতা-হাই-কোর্ট

মোদীর গীতাপাঠের দিনেই হবে টেট

প্রাথমিকে নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টেটের দিন বদল করল না কলকাতা হাই কোর্ট। নির্ধারিত দিনেই হবে টেট, মঙ্গলবার জানাল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তারা জানাল, কলকাতা পুলিশকে যানজট সমস্যা দূর করতে হবে।

২৪ ডিসেম্বপ ব্রিগেডে প্রধানমন্ত্রীর গীতাপাঠ কর্মসূচি রয়েছে। সেদিনই টেট। এই পরীক্ষার দিন পরিবর্তন চেয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, পরীক্ষার দিন পরিবর্তন সম্ভব নয়। মামলা দায়ের করা হোক। তার পর বিবেচনা করা হবে। মামলা করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আদালতে দিলীপের আইনজীবীর বক্তব্য ছিল, গত ১০ ডিসেম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল। পরে জিন পরিবর্তন করে ২৪ ডিসেম্বর করা হয়।

এক পরীক্ষার্থীও মামলা করেন। তিনি জানান, গীতাপাঠ কর্মসূচিতে যেতে চান। তাই টেটের দিন বদল করা হোক। তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। হাই কোর্টের পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার দিন নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। পরিবর্তে কলকাতা পুলিশ এবং পরিবহণ দফতরকে উপযুক্ত পদক্ষেপ করার কথা জানিয়েছে বেঞ্চ।

আগে ১০ ডিসেম্বর প্রাইমারি টেটের দিন ঘোষণা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানিয়েছিল, ওই দিন দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা হবে। পরে পর্ষদ জানায়, ১০ ডিসেম্বর পরীক্ষা হবে না। পরিবর্তে পরীক্ষা হবে আগামী ২৪ ডিসেম্বর। তবে পরীক্ষার সময়ে কোনও বদল হচ্ছে না বলেই বিজ্ঞপ্তি জারি করে জানায় পর্ষদ। তবে কী কারণে এই দিন বদল, তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Amit-Shah:-১৫০-বছর-পর-৩-আইনে-বদল!-ব্যাখ্যা-দিলেন-শাহ Read Next

Amit Shah: ১৫০ বছর পর ৩ আইনে বদল!...