You will be redirected to an external website

বাতাসের গুণগত মান বেড়েছে, জোড়-বিজোড় নীতি এখনই চালু করা হচ্ছে না

বাতাসের-গুণগত-মান-বেড়েছে,-জোড়-বিজোড়-নীতি-এখনই-চালু-করা-হচ্ছে-না

এখনই চালু করা হচ্ছে না গাড়ির জোড়-বিজোড় নীতি

এখনই চালু করা হচ্ছে না গাড়ির জোড়-বিজোড় নীতি। জানিয়ে দিল দিল্লি সরকার। দূষণ পরিস্থিতির কথা ভেবেই জোড়-বিজোড় নীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল অরবিন্দ কেজরীওয়ালের সরকার। আগামী ১৩ নভেম্বর থেকে এই নিয়ম চালু করার কথা ছিল। কিন্তু দিল্লি সরকার জানিয়েছে, রাজধানীতে বাতাসের গুণগত মানের উন্নতি হয়েছে। তাই এখনই এই পথে হাঁটছে না তারা।

ঘটনাচক্রে, দিল্লির দূষণ পরিস্থিতি নিয়ে কী পদক্ষেপ করছে সে বিষয়ে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দিয়েছিল দিল্লি সরকার। সেই হলফনামায় দূষণ সামলাতে জোড়-বিজোড় নীতির কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, জোড়-বিজোড় নীতি চালু করে আদৌ দূষণ ঠেকানো সম্ভব নয়। এই নীতি চালু করলে তার প্রভাব যে বিশাল কিছু হবে, তেমন তারা মনে করছে না বলেই পর্যবেক্ষণ আদালতের।

জোড়-বিজোড় নীতি নিয়ে শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়েই কি এই নীতি চালু করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল কেজরীওয়ালের সরকার? অনেকে অবশ্য তেমনটাই মনে করছেন। যদিও দিল্লির সরকারের দাবি, রাজধানীর বাতাসের গুণগত মানের উন্নতি হওয়ায় এই পরিকল্পনা থেকে আপাতত সরে আসছে তারা। সোমবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই ঘোষণা করেছিলেন, ১৩-২০ নভেম্বরের মধ্যে জোড়-বিজোড় নীতি চালু করা হবে। 

বৃহস্পতিবার থেকে দিল্লিতে বৃষ্টি শুরু হয়েছে। আর তাতেই কিছুটা ‘স্বস্তি’ ফিরেছে রাজধানীতে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পরিবেশবিদরা আগেই জানিয়েছিলেন, বাতাসের গুণগত মান উন্নত হতে পারে বৃষ্টি হলেই। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Arvind-Kejrwal:-দিল্লির-দূষণ-পরিস্থিতি-নিয়ন্ত্রণে-নামবেন-কেজরীর-মন্ত্রীরা Read Next

Arvind Kejrwal: দিল্লির দূষণ পরিস...