You will be redirected to an external website

Jyotipriya Mallick: রাতভর ঘুমোননি বালু; ইডির ঘরে সকালে খেলেন লিকার চা-বিস্কুট

Jyotipriya-Mallick:-রাতভর-ঘুমোননি-বালু;-ইডির-ঘরে-সকালে-খেলেন-লিকার-চা-বিস্কুট

ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত

 ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত। যদিও এরপর তিন রাত বেসরকারি হাসপাতালেই কেটেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সোমবার রাতে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে।সোমবার বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল থেকে রাত ১০টা ৭ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিককে। এর পরপরই ইডি দফতরে এসে হাজির হন বালুর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক ও দাদা দেবপ্রিয় মল্লিক।

সূত্রের খবর, রাতে বাড়ির খাবারই খান মন্ত্রী। এরপর চারটি ওষুধও খান। ইডির হেফাজতে বালুর প্রথম রাত কাটে মাটিতে শুয়েই। সূত্রের খবর, ঘুমানোর জন্য মাটিতে পেতে দেওয়া হয়েছিল গদি। যদিও রাতের দিকে বালুর ঘুম আসেনি বলেই খবর। রাতভর ওই ঘরে হাঁটাচলা করেছেন তিনি। ভোরের দিকে ঘুমোন বলে খবর। মঙ্গলবার সকাল সকালই উঠে পড়েন বালু। সকাল ৮টা নাগাদ খালি পেটে তিন ধরনের ওষুধ খান। এরপর চিনি ছাড়া লিকার চা, সঙ্গে সুগার ফ্রি বিস্কুট ও পাউরুটি খান। আজ থেকেই ইডি জেরা শুরু করবে মন্ত্রীকে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

মহুয়া-রাহুলদের-অভিযোগ-খতিয়ে-দেখতে-তদন্তের-নির্দেশ-কেন্দ্রের Read Next

মহুয়া-রাহুলদের অভিযোগ ...