চারপেয়ের সঙ্গেই আদুরে ভাব জমালেন মুখ্যমন্ত্রী ! সংগৃহীত ছবি
দুই হাতে ধরে রেখেছেন গাঢ় বাদামি বর্ণের এক ছোট্ট পোষ্যকে। হাঁটতে হাঁটতে তার দিকেই তাকিয়ে রয়েছেন মমতা। ভালমানুষ হয়ে পোষ্যটিও স্থির হয়ে রয়েছে মমতার হাতে। ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই স্নেহের হাত তার গায়ে ছুঁইয়েছেন মমতা। রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মমতা। তাতে আটপৌরে করে পরা নীল পাড় সাদা শাড়িতে দেখা গিয়েছে তাঁকে ।
হনহন করে হেঁটে মাইলের পর মাইল পেরোতে পারেন তিনি। তাঁকে অনুসরণ করতে গিয়ে পেরে ওঠেন না দেহরক্ষীরাও। কিন্তু চারিদিকের ব্য়স্ততায় আজকাল হাঁটাহাঁটি হয় না তেমন। তাই বাড়িতে ট্রেডমিলেই পুষিয়ে নিতে হয়। তবে ট্রেডমিলে শুধুই হাঁটাহাঁটি করেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । বরং পা চালানোর পাশাপাশি মাথাও চালান। নিজেই সে কথা জানিয়েছিলেন। এ বার ট্রেডমিলে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল তাঁকে।
যে পোষ্যটিকে মমতা দুই হাতে আগলে রেখেছেন, সেটি মলটিপু প্রজাতির। সারমেয়দের মধ্য়ে একটু বিলাসীই বটে। তবে অত্যন্ত বুদ্ধিমান ।একটু আদর যত্ন পছন্দ করে। সেটি মমতার নিজের পোষ্য কিনা, তা যদিও জানা যায়নি ।বিরোধী নেত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠা মমতাকে, গত কয়েক বছরে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াতে দেখেছেন প্রায় সকলেই। দিল্লি-মুম্বইও ছুটে যান অহরহ। ট্রেডমিলে হাঁটাহাঁটির অভ্যাসের কথা নিজেই জানান মমতা ।