You will be redirected to an external website

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে আবাসন এবং নির্মাণ শিল্পকে এগিয়ে আসার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

পরিযায়ী-শ্রমিকদের-রাজ্যে-ফেরাতে-আবাসন-এবং-নির্মাণ-শিল্পকে-এগিয়ে-আসার-পরামর্শ-দিলেন-মুখ্যমন্ত্রী

পরিযায়ী কর্মীদের ফিরিয়ে আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

তাঁর দাবি, জমি নীতির সংস্কার করে লিজ়ে বা ইজারায় থাকা সরকারি জমিতে (লিজ়-হোল্ড) মালিকানা দেওয়ার (ফ্রি-হোল্ড) যে পদক্ষেপ রাজ্য সরকার করেছে, তাতে বিভিন্ন শিল্পের দ্রুত প্রসার ঘটবে। অনেক সংস্থা ইতিমধ্যেই এই সুযোগ নিতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী এ দিন আসন্ন বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন (বিজিবিএস) নিয়েও বার্তা দেন। তিনি জানান, সহযোগী দেশ হিসাবে স্পেনকে আমন্ত্রণ জানানো হবে।

সোমবার আবাসন এবং নির্মাণ শিল্পের সংগঠন ক্রেডাইয়ের রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা ৫০ লক্ষ পরিযায়ী শ্রমিকের তালিকা দিয়ে বিশেষ অ্যাপ তৈরি করেছেন। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর-সহ বিভিন্ন জায়গার দক্ষ নির্মাণ কর্মীদের নাম রয়েছে সেখানে। যাঁরা বেশি অর্থ উপার্জনের জন্য বিদেশে গিয়ে কাজ করেন। তাঁর দাবি, দক্ষতার জন্যই ওই কর্মীদের ভিন্‌ রাজ্য এবং বিদেশে চাহিদা রয়েছে। কিন্তু অনেক সময় নিরাপত্তার সমস্যাও হয় তাঁদের। নির্মাতাদের উদ্দেশে মমতা পরামর্শ, ‘‘ওই কর্মীদের তালিকা সরকার দিয়ে দেবে। তাঁদের বুঝিয়ে রাজ্যে ফেরাতে উদ্যোগী হন আপনারা। কর্মী প্রয়োজন হলে তালিকা থেকেই সকলকে কাজে লাগান।’’ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, গত দু’বছরে রাজ্যে আবাসন ও নির্মাণে ৪০,০০০ কোটি টাকা লগ্নি হয়েছে। যা বছরে বাড়ছে ১০% হারে। কর্মী সংখ্যা ৪৪ লক্ষ।

ক্রেডাই সূত্র বলছে, বেশিরভাগ রাজ্যে এখনও সরকারি জমি লিজ়ে বিলি হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ফ্রি-হোল্ড জমির টানে বহু শিল্প এ রাজ্যে লগ্নি করতে আগ্রহী হচ্ছে। উৎসাহী বিভিন্ন দেশও খোঁজখবর নিচ্ছে। শিল্পায়নের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন পদক্ষেপে শুধু ভারতেরই নয়, পশ্চিমবঙ্গ হয়ে উঠবে বিশ্বের গেটওয়ে।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-মন্ত্রিসভায়-রদবদল-করতে-পারেন-মুখ্যমন্ত্রী,কিছু-মন্ত্রীকে-অতিরিক্ত-দায়িত্ব Read Next

Mamata Banerjee: মন্ত্রিসভায় রদবদ...