রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
সংশ্লিষ্ট সূত্রে খবর, মমতার সঙ্গে কংগ্রেস-সহ বিরোধী শিবিরের নেতানেত্রীদের এ বিষয়ে কথা হয়েছে। এই নৈশভোজের আমন্ত্রণপত্রেই ‘প্রেসিডেন্ট অব ভারত’ লেখা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। কিন্তু বিদেশি রাষ্ট্রনেতাদের সম্মানে নৈশভোজে বিরোধীদের সকলেই উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও।
রাষ্ট্রপতির এই নৈশভোজে যোগ দিতে মমতা ৯ সেপ্টেম্বর দিল্লিতে পৌঁছবেন বলে সূত্রের খবর। পরের দিনই তিনি কলকাতায় ফিরবেন। শহরে ফেরার একদিন পরেই মমতার বিদেশ সফরে রওনা হওয়ার কথা। মুম্বইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকের পরে দিল্লিতে এলে, মমতার সঙ্গে ফের বিরোধী দলের প্রধানদের দেখা হবে।
মমতা এ বার দিল্লিতে এলে, তাঁর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘরোয়া ভাবে দেখা হতে পারে। গত সেপ্টেম্বরে হাসিনা দিল্লি এলেও, তাঁর সঙ্গে মমতার দেখা হয়নি। তা নিয়ে হাসিনা আক্ষেপও করেছিলেন। সব ঠিক থাকলে, ঠিক এক বছর পরে এ বার সেই দেখা হওয়ার সম্ভাবনা। কোনও দ্বিপাক্ষিক বা কূটনৈতিক বৈঠকের টেবিলে না হলেও, অন্তত ভোজসভায়।