বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী
বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিন রাজ্যের সমস্ত স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক কি না, তা নিয়ে সংশয় স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝাড়গ্রাম থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার স্কুলস্তরে থ্রি ল্যাঙ্গুয়েজ বা তিন ভাষা ফর্মুলা নিয়ে ভাবনাচিন্তা করছে। যেখানে প্রথম ভাষা হতে পারে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। বাকি দু’টোর ক্ষেত্রে পড়ুয়ারা নিজের ইচ্ছেমতো ভাষা বাছাই করে নিতে পারবে।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘বাংলায় আমরা বাস করি। বাংলায় বেশিরভাগই তো বাংলা মাধ্যম স্কুল। যাঁরা বাংলায় পড়েন, তাঁরা বাংলাই নেবেন। আমার লোকাল ভাষা এক নম্বরে থাকবে। এটা মনে রাখবেন।’ গত শুক্রবার মন্ত্রিসভায় স্কুলের ভাষানীতি নিয়ে আলোচনা হয়। তারপরই শোরগোল পড়ে, রাজ্য়ের সমস্ত স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।