You will be redirected to an external website

Mamata Banerjee: ৫০ দিন পর নবান্নে গেলেন মমতা, অনুরাগীদের উদ্দেশ্যে নাড়লেন হাত

Mamata-Banerjee:-৫০-দিন-পর-নবান্নে-গেলেন-মমতা,-অনুরাগীদের-উদ্দেশ্যে-নাড়লেন-হাত

১১ সেপ্টেম্বর শেষবার নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে হামেশাই কার্যত ছুটে বেড়াতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও দলীয় কর্মসূচি, কখনও মিটিং-মিছিল, কখনও আবার বিদেশ বিভুঁইয়ের বিভিন্ন কাজে তিনি সফর করে থাকেন। তবে গত কয়েকদিন ধরে কার্যত গৃহবন্দি ছিলেন তিনি। অবশেষে পঞ্চাশ দিন পর মঙ্গলবার নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

গত ১১ সেপ্টেম্বর শেষবার নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্পেন সফরে যাওয়ার আগের দিন সরকারি আধিকারিকদের যাবতীয় কাজকর্ম বুঝিয়ে দিয়ে এসেছিলেন তিনি। এরপর বার্সেলোনা-স্পেন সফর সারেন মমতা। সেখান থেকে গত ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী।

তবে কলকাতায় ফেরার পর পায়ে যন্ত্রণা অনুভব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এসএসকেএম-এ যান চিকিৎসার জন্য। তখনই চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। এরপর থেকেই একপ্রকার ঘরে বন্দি মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাড়ি থেকে বেরোননি। তবে বাড়ি থেকেই যতটা সম্ভব প্রশাসনিক কাজ-কর্ম সামলেছেন তিনি। কয়েকদিন আগে হয়ে যাওয়া দুর্গাপুজোর উদ্বোধনও করেছেন ভার্চুয়াল মাধ্যমে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Jyotipriya-Mallick:-রাতভর-ঘুমোননি-বালু;-ইডির-ঘরে-সকালে-খেলেন-লিকার-চা-বিস্কুট Read Next

Jyotipriya Mallick: রাতভর ঘুমোননি ব�...

Related News