You will be redirected to an external website

১০৯টি প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা,নজরে পঞ্চায়েত ভোট!

১০৯টি-প্রকল্পের-উদ্বোধনে-মুখ্যমন্ত্রী-মমতা,নজরে-পঞ্চায়েত-ভোট!

ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নবান্ন সূত্রে খবর, বৈঠক থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের জন্য মোট ১০৯টি প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। মুখ্যমন্ত্রীর এই পর্যালোচনা বৈঠকের সঙ্গে পঞ্চায়েত ভোটকে জুড়েই দেখছে বাংলার রাজনীতির কারবারিদের একাংশ। কারণ, এই ১০৯টি প্রকল্পে এমন অনেক বিষয় রয়েছে, যা মানুষের বহু দিনের দাবি ছিল। মূলত সেই দাবিগুলিই মুখ্যমন্ত্রী পূরণ করবেন বৈঠক থেকে। নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পগুলির উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, মূলত রাজ্যের গ্রামীণ এলাকার পরিকাঠামোগত উন্নয়নের সঙ্গে যুক্ত বিষয়গুলিই প্রাধান্য পাবে মুখ্যমন্ত্রীর উদ্বোধনে।

সূত্র জানাচ্ছে, মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া প্রকল্পগুলির জন্য রাজ্য সরকার আনুমানিক ১১০০ কোটি টাকা খরচ করেছে। নতুন এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৫টি গুরুত্বপূর্ণ সেতু। এর মধ্যে তিনটি উল্লেখ্যযোগ্য সেতু হল বাঁকুড়ার সেতুঘাটের সেতু, চন্দ্রকোনা-ঘাটালে তৈরি নতুন সেতু, ঝাড়গ্রাম জেলার দেব নদীর উপর সেতু। এই তিনটি সেতু নির্মাণে মোট খরচ হয়েছে ৪৩ কোটি টাকা। এ ছাড়াও পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের বেশ কিছু গ্রামীণ রাস্তার উদ্বোধন করবেন মমতা। এ বছর ফেব্রুয়ারি মাসে বাজেট বক্তৃতায় প্রথম বার পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২৮ মার্চ সিঙ্গুর থেকে গ্রামীণ রাস্তা তৈরির এই প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এক রাজ্য সরকারি আধিকারিকের কথায়, ‘‘এক মাসের কম সময়ে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে অনেক রাস্তা তৈরি করা গিয়েছে। এই সময়ে যে সব রাস্তা তৈরি সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেগুলিই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

বিনামূল্যের দিন শেষ, 'পেড...