You will be redirected to an external website

‘মণিপুরে হিংসার বীজ কংগ্রেসই’, রাহুলকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

‘মণিপুরে-হিংসার-বীজ-কংগ্রেসই’,-রাহুলকে-আক্রমণ-কেন্দ্রীয়-মন্ত্রীর

রাহুলকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

মণিপুর ইস্যু নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করতে সংসদে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের সমালোচনা করেই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, “মণিপুর জ্বলছে আর প্রধানমন্ত্রী হাসছেন”। 

শুক্রবার সংবাদসংস্থা এএনআই-র মুখোমুখি হয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনাস্থা প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, মণিপুর ওঁর হৃদয়ের অংশ। দীর্ঘ সময় উনি মণিপুরে কাটিয়েছেন। মণিপুরের হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মহিলাদের উপরে হওয়া অত্যাচার নিয়েও সরব হয়েছেন। যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে এবং আগামিদিনেও করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর আগে স্বরাষ্ট্রমন্ত্রীও সংসদে মণিপুর নিয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি নিজে মণিপুরে গিয়েছেন, সেখানে ৪ দিন থেকেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও মণিপুরে ২৪ দিন ছিলেন। 

রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্য়ের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “কোনও ভারতীয় নাগরিক ভারতমাতার হত্যার কথা ভাবতে পারে? এটা তারাই ভাবতে পারে যারা টুকরে টুকরে গ্য়াংয়ের সদস্য। মধ্য রাতে এদের সমর্থন করে আর পরে এদের নিজেদের দলের সদস্য করে। এখন ওদের বড় বড় দায়িত্ব দিয়েছে। এদের মণিপুর নিয়ে চিন্তা নেই। কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা নিয়ে চিন্তা। কত খারাপ কথা বলা যায়, যাতে খবরের শিরোনামে থাকতে পারবে, তা নিয়ে চিন্তাভাবনা।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Raghav-Chadha:-রাজ্যসভা-থেকে-সাসপেন্ড-হলেন-আম-আদমি-পার্টির-সাংসদ-রাঘব-চাড্ডা Read Next

Raghav Chadha: রাজ্যসভা থেকে সাসপ...