You will be redirected to an external website

কয়লা পাচারকাণ্ডে ইডির তলব রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককেও

কয়লা-পাচারকাণ্ডে-ইডির-তলব-রাজ্যের-আইনমন্ত্রী-মলয়-ঘটককেও

ইডির তলব রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককেও

কয়লা পাচারকাণ্ডে এ বার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৯ জুন তাঁকে দিল্লির ইডি দফতরে হাজির হতে বলা হয়েছে। কয়লা পাচার মামলায় বৃহস্পতিবারই ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, মলয়কে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে দিল্লি হাই কোর্ট তদন্তকারী সংস্থাটিকে নির্দেশ দিয়েছিল যে, তলব করার অন্তত ১৫ দিন আগে নোটিস পাঠাতে হবে। সেই মতোই হাতে সময় রেখেই তাঁকে ডাকা হয়েছে বলে জানিয়েছে ওই সূত্রটি। ঘটনাচক্রে কয়লা পাচার মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার ডেকে পাঠিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় রুজিরাকে তদন্তকারী সংস্থার কলকাতার দফতর, সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

দিল্লি হাই কোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা এই মামলায় দু’পক্ষের বক্তব্য শুনে জানান, ইডি মলয় ঘটককে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠাবে। তবে হাজিরার দিনের ১৫ দিন আগে সমন পাঠাতে হবে। আগে যে সমন পাঠানো হয়েছে, তাতে সাড়া না দেওয়ার প্রেক্ষিতে ইডি কোনও দমনমূলক ব্যবস্থা নেবে না। মলয়ের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, রাজ্যের আইনমন্ত্রী হওয়ার জন্য মলয় প্রবল ব্যস্ত থাকেন। বিচারপতি শর্মা ইডিকে মলয়ের ব্যস্ত কর্মসূচির দিকটি মাথায় রাখতে বলেন। একইসঙ্গে মলয়কে দিল্লিতে এসে তদন্তে সহযোগিতা করার কথাও বলেন। মলয়ের আইনজীবীরা মন্ত্রী কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করার আর্জি জানিয়েছিলেন। এই আর্জির বিষয়টি অবশ্য এখনও দিল্লি হাই কোর্টে বিচারাধীন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বুধবার-করমণ্ডলকাণ্ডে-ক্ষতিগ্রস্তদের-আর্থিক-সহায়তা-তুলে-দেবেন-মুখ্যমন্ত্রী-মমতা Read Next

বুধবার করমণ্ডলকাণ্ডে ক্...