ভোট মিটলেও ১০ দিন রাজ্যে থাকুক কেন্দ্রীয় বাহিনী
কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিস্তর দড়ি টানটানির পর রাজ্যে ৮২২ কোম্পানি আধা সেনা দিয়েই পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হতে চলেছে। তবে ভোট মিটে ফলাফল প্রকাশের পরেও অশান্তির সম্ভাবনা রয়েছে। ভোট পরবর্তী হিংসা নিরসনে নির্বাচন মেটার দশ দিন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার পরামর্শ দিল হাইকোর্ট।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য আগেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে ভোট মিটলেই যে অশান্তি মিটবে, তেমনটা মনে করছে না হাইকোর্টের। হাইকোর্টের পর্যবেক্ষণ ভোট মেটার পর আরও দশ দিন পর্যন্ত বাহিনী রেখে দেওয়ার পরামর্শ দিল আদালত।তবে কোথায় কত বাহিনী মোতায়েন করা হতে পারে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানায়নি আদালত। আদালতের নির্দেশ সেই ব্যাপারে আইজি বিএসএফের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে।
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েন চলছে শুরু থেকেই। প্রথমে ২২ কোম্পানি বাহিনী পাঠায় কেন্দ্র। এরপর ধাপে ধাপে মোট ৮২২ কোম্পানি আধা সেনা পাঠানো হয়েছে। যদিও এই পরিমাণ বাহিনী দিয়ে রাজ্যের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী রাখা সম্ভব নয়।