You will be redirected to an external website

Himachal Pradesh:তুষারপাতে নাজেহাল হিমাচল, সে গেল সেতু, বন্ধ ১০৪টি রাস্তা

Himachal-Pradesh:তুষারপাতে-নাজেহাল-হিমাচল,-সে-গেল-সেতু,-বন্ধ-১০৪টি-রাস্তা

ঝড়-বৃষ্টি আর তুষারপাতে নাজেহাল হিমালয়

পূর্ব ভারতের রাজ্যগুলিতে যখন তাপপ্রবাহের দাপট চলছে, বৃষ্টির জন্য যখন হাপিত্যেশ করছে, উল্টো ছবি ধরা পড়ল হিমাচল প্রদেশে। ঝড়-বৃষ্টি আর তুষারপাতে নাজেহাল হিমালয় অঞ্চলের এই রাজ্য। আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ এবং ২৩ এপ্রিলে রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি হবে।

শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় তুষারপাত হওয়ায় ১০৪টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে তিনটি জাতীয় সড়কও। রাজ্য প্রশাসন সূত্রে খবর, কুলুতে তিনটি, চম্বা এবং কাংড়ায় একটি করে রাস্তা তুষারপাতের কারণে বন্ধ। কাংড়ায় এত বৃষ্টি হয়েছে যে, একটি সেতু ভেসে গিয়েছে জলের তোড়ে।

আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ২১-২৬ এপ্রিল পর্যন্ত জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টি এবং তুষারপাত দুই-ই চলবে। অন্য দিকে, উত্তর পঞ্জাব, উত্তর হরিয়ানাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ২২ এপ্রিল পশ্চিম রাজস্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২১-২৪ এপ্রিল পর্যন্ত অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজ়োরাম এবং ত্রিপুরায় ঝড়ের পূর্বাভাস রয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

D-Gukesh:-ইতিহাসের-পাতায়-গুকেশ,ভারতীয়-দাবাড়ু-হিসেবে-বিশ্ব-চ্যাম্পিয়ন-খেতাব-জয়ের-হাতছানি Read Next

D Gukesh: ইতিহাসের পাতায় গুকে...