You will be redirected to an external website

দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট,একদিনে সাসপেন্ড ৭৮ সাংসদ

দিল্লিতে-বৈঠকে-বসছে-ইন্ডিয়া-জোট,একদিনে-সাসপেন্ড-৭৮-সাংসদ

মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট

মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। মূলত, আগামী বছর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এজেন্ডা ঠিক করতে এদিন বৈঠক করবেন বিরোধী নেতৃত্বরা। তার আগে এদিন সকাল ১০ টায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ঘরে বসছে বিরোধী সংসদীয় দলের নেতাদের বৈঠক।

সূত্রের খবর, বিশৃঙ্খলার অভিযোগে সোমবারই রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে ১৪ জনকে সাসপেন্ড করা হয়েছিল। অর্থাৎ চলতি অধিবেশনে মোট ৯২ জনকে সাসপেন্ড করা হয়েছে। বেনজির এই ঘটনায় এবার কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের রূপরেখা নির্ধারণ করতেই এদিন সমস্ত বিরোধী সংসদীয় দলের নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন খাড়্গে।

সাংসদদের একাংশ ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে যে, বিরোধী সাংসদরা একজোট হয়ে অধিবেশনের বাকি দিনগুলি অধিবেশন বয়কট করবে। এই প্রস্তাব নিয়ে বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই বৈঠকের পর বিরোধী সংসদীয় দলের নেতা এবং সাসপেন্ডেড সাংসদরা গান্ধী মূর্তিতে যাবেন। এরপর বিজয় চকে সাংবাদিক বৈঠক করবেন বিরোধী সংসদীয় দলের নেতারা। সবমিলিয়ে, এদিন সরগরম হয়ে উঠতে চলেছে রাজধানী।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather-:-চরিত্র-বদলাচ্ছে-শীতের,আবহাওয়ার-পরিবর্তন-হলে-আবার-পড়বে-শীত Read Next

Weather : চরিত্র বদলাচ্ছে শীত...