You will be redirected to an external website

Fire in Bhopal: ঘণ্টা দেড়েকের চেষ্টায় মধ্যপ্রদেশের সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

Fire-in-Bhopal:-ঘণ্টা-দেড়েকের-চেষ্টায়-মধ্যপ্রদেশের-সচিবালয়ের-আগুন-নিয়ন্ত্রণে

ঘণ্টা দেড়েকের চেষ্টায় মধ্যপ্রদেশের সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

মধ্যপ্রদেশের সচিবালয় বল্লভ ভবনে শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভোপালে ওই ভবনের চার তলায় আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি পুলিশের। 

এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বল্লভ ভবনের চার তলায় আগুন লাগার খবর পেয়েছি। ভোপালের জেলাশাসকের কাছ থেকে ওই খবর পাওয়ার পরই মুখ্যসচিবকে গোটা বিষয়টির উপর নজর রাখতে বলেছি। তবে আমাকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে, তার জন্য পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি।

ডেপুটি পুলিশ কমিশনার (জ়োন ২) শ্রদ্ধা তিওয়ারি জানিয়েছেন, তৃতীয় এবং চতুর্থ তলে আগুন লেগেছিল। সেই আগুন পাঁচ তলাতেও ছড়িয়ে পড়ে। তৃতীয় এবং চতুর্থ তলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাঁচ তলার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ডিসিপি বলেন, “আগুন লাগার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী সচিবালয়ে পৌঁছয়। দমকলকেও খবর দেওয়া হয়। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে আসে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

প্রধানমন্ত্রীর-মঞ্চে-অভিজিৎ,-শিলিগুড়িতে-কথাও-বলতে-চান-মোদীর-সঙ্গে Read Next

প্রধানমন্ত্রীর মঞ্চে অভ...