আবহাওয়া নিয়ে চিন্তার বার্তা দিল আবহাওয়া দফতর
উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে পুরোদমে৷ এর মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর ভালই আছে৷ কিন্তু তার মধ্যেই আবহাওয়া নিয়ে চিন্তার বার্তা দিল আবহাওয়া দফতর৷নবমী ও দশমী মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতে। নবমীর দিন হালকা বৃষ্টি সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি। বাকি পুজোর ক'দিন মনোরম আবহাওয়া পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।