You will be redirected to an external website

রেলের পিআরএস পরিষেবা তিন ঘণ্টার জন্য স্থগিত দিল্লিতে!

রেলের-পিআরএস-পরিষেবা--তিন-ঘণ্টার-জন্য-স্থগিত-দিল্লিতে!

শনিবার রাত থেকেই বন্ধ রয়েছে পিআরএস সিস্টেম! সংগৃহীত ছবি

দিল্লিতে রেলওয়ের পাবলিক রিজার্ভেশন সিস্টেমের  পরিষেবাগুলি আজ শনিবার রাত ১২:৪৫ থেকে সাড়ে তিন ঘণ্টার জন্য সাময়িকভাবে স্থগিত করা হবে। এই খবর জানিয়েছেন উত্তর রেলের মোরাদাবাদ বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার  সুধীর সিং।

তিনি বলেন, এই পরিষেবাগুলি ভোররাত ৩.১৫ টা পর্যন্ত পাওয়া যাবে না। এই পরিষেবাগুলির মধ্যে রয়েছে সংরক্ষণ, বাতিলকরণ, অনুসন্ধান পরিষেবা, ইন্টারনেট বুকিং পরিষেবা৷ এই সময়ের মধ্যে রেলওয়ের এই ব্যবস্থাকে আপগ্রেড করা হবে।

প্রতিটি নিবন্ধিত রেলস্টেশনে একটি পাবলিক রিজার্ভেশন সিস্টেম  রয়েছে। এর মাধ্যমে রেলস্টেশনে অফলাইন টিকিট বুকিং করা হয়। এভাবেই কাজ করে রেলের টিকিট ব্যবস্থা। রেলওয়ের ব্যবস্থায় রিজার্ভেশন, বাতিলকরণ ইত্যাদি এই সিস্টেমে রয়েছে।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Char-Dham-Yatra:অক্ষয়তৃতীয়াতে-খুলল-যমুনোত্রীর-দরজা Read Next

Char Dham Yatra:অক্ষয়তৃতীয়াতে খুল...