নাম না করে পওয়ারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী
এক দিকে তিনি সাম্প্রতিক কালে বিজেপি-বিরোধী জোটের প্রথম উদ্যোক্তা। অন্য দিকে তাঁর বিরুদ্ধে সহযোদ্ধাদের বড় অংশের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা শাসক দলের সঙ্গে ভারসাম্যের রাজনীতি করছেন তিনি।
আজ অহমেদনগর জেলার শিরডি শহরে কৃষকদের সমাবেশে পওয়ারের নাম না করে মোদীর বক্রোক্তি, তিনি ‘ব্যক্তিগত ভাবে’ প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে ‘সম্মান’ করেন। কিন্তু সেই মন্ত্রী কৃষকদের নাম করে ‘রাজনীতির খেলা খেলেছেন।’ ইউপিএ সরকারের কৃষিমন্ত্রী পওয়ারের উদ্দেশে মোদীর বক্তব্য, “আমরা সৎ উদ্দেশ্য নিয়ে কৃষকদের শক্তি বাড়ানোর চেষ্টা করে গিয়েছি। কিন্তু মহারাষ্ট্রের কেউ কেউ শুধুমাত্র কৃষকদের নামে রাজনীতির খেলা খেলে গিয়েছেন। মহারাষ্ট্রের এক জন প্রবীণ নেতা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ছিলেন বছরের পর বছর।
পাঁচ রাজ্যে নির্বাচন আগামী মাসে। তার পরই বেজে যাবে চব্বিশের লোকসভার ঘণ্টা। উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের সাম্প্রতিক কৃষক আন্দোলনের বিষয়টিকে অগ্রাধিকারের মধ্যে রাখছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। এ বারের প্রচারে এক দিকে যেমন চন্দ্রযান, কোভিড টিকার সাফল্য অথবা রামমন্দির নির্মাণ সংক্রান্ত হিন্দুত্ববাদকে তুলে ধরা হবে, তেমনই বিজেপি নেতৃত্ব বিশেষ ভাবে কৃষক আবেগকে নিজেদের পক্ষে রাখতে যত্নবান হবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।