৭১ হাজার জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
মোদী সরকারের বিজয়যাত্রা শুরুর ৯ বছরের বর্ষপূর্তির দিনই ৭১ হাজার জনকে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির নিয়োগপত্র দিলেন তিনি। এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চাকরির নিয়োগপত্র দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকারি চাকরিতে দুর্নীতি এবং স্বজনপোষণ শেষ হয়েছে।” এরপরই ৯ বছর আগের এই দিনের উল্লেখ করে তিনি বলেন, “আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ৯ বছর আগে ১৬ মে লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল।”
কেন্দ্রীয় সরকারি চাকরিতে দুর্নীতির অবসান হয়েছে জানিয়ে এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, “আগে সরকারি চাকরির আবেদন করা কঠিন ছিল, ফর্ম পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হত। আজ আবেদন করা থেকে ফলাফল পাওয়া পুরো প্রক্রিয়া অনলাইনে। এখন, গ্রুপ সি ও ডি পোস্টের জন্য কোনও ইন্টারভিউ লাগবে না। এই পদ্ধতি দুর্নীতি এবং স্বজনপ্রীতির সম্ভাবনাকে শেষ করেছে।”
PMO সূত্রে খবর, ২২টি রাজ্যের ৪৫টি এলাকায় ‘রোজগার মে’লা হয়েছিল। সেই রোজগার মেলার অধনেই সরকারি চাকরির নিয়োগপত্র পেলেন ৭১ হাজার চাকরিপ্রার্থী। এঁরা বিভিন্ন রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কাজে যোগদান করবেন। গ্রামীণ ডাক সেবক, টিকিট পরীক্ষক, জুনিয়ার ক্লার্ক, টাইপিস্ট, জুনিয়ার অ্যাকাউন্ট ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সিনিয়ার অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিকিউরিটি অফিসার, নার্সিং অফিসার, হেড কনস্টেবল, অডিটর প্রিন্সিপাল, শিক্ষক, প্রফেসর সহ বিভিন্ন পদে তাঁদের নিয়োগ দেওয়া হবে বলে পিএমও-র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।