You will be redirected to an external website

G20 শীর্ষ সম্মেলনের আগে মনমোহন সিং-এর অপ্রত্যাশিত সমর্থন পেলেন প্রধানমন্ত্রী

G20-শীর্ষ-সম্মেলনের-আগে-মনমোহন-সিং-এর-অপ্রত্যাশিত-সমর্থন-পেলেন-প্রধানমন্ত্রী-

মনমোহন সিং-এর অপ্রত্যাশিত সমর্থন পেলেন প্রধানমন্ত্রী

জি২০ শীর্ষ সম্মেলনের আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সমর্থন পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে ভারতের অবস্থানের প্রশংসা করেছেন তিনি। তবে, একই সঙ্গে দেশীয় রাজনীতির স্বার্থে বিদেশ নীতিকে ব্যবহার না করার বিষয়েও সতর্ক করেছেন তিনি।

ভারতের জি২০ সভাপতিত্ব নিয়ে তিনি বলেছেন, “আমার জীবদ্দশায় ভারতর জি২০ সভাপতিত্বের সুযোগ পেয়েছে বলে আমি খুবই আনন্দিত। জি২০ সম্মেলনের জন্য ভারতে বিশ্বনেতারা আসছেন, তার সাক্ষী হচ্ছি আমি। সর্বদাই ভারতের শাসন কাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান হল বিদেশ নীতি। আগের থেকে আজ দেশিয় রাজনীতিতে আরও বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিদেশ নীতি। বিশ্বে ভারতের অবস্থান অভ্যন্তরীণ রাজনীতির ইস্যু অবশ্যই হওয়া উচিত।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে মোদী সরকারের কঠোর কূটনৈতিক অবস্থানের প্রশংসা করেছেন মনমোহন সিং। তিনি বলেছেন, “যখন দুই বা তার বেশি শক্তি কোনও সংঘাতে জড়ায়, তখন পক্ষ বাছাইয়ের জন্য অন্যান্য দেশের উপর প্রচুর চাপ থাকে। আমার মতে, শান্তির জন্য আবেদন করার পাশাপাশি আমাদের সার্বভৌম এবং অর্থনৈতিক স্বার্থকে প্রথমে রেখে ভারত সরকার সঠিক কাজ করেছে। জি২০-কে কখনই নিরাপত্তা-সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির ফোরাম হিসেবে কল্পনা করা হয়নি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather-:-উত্তরবঙ্গে-কমবে-তাপমাত্রা,-বাড়বে-বৃষ্টি,কলকাতা-সহ-জেলায়-প্রবল-ঝড়বৃষ্টি Read Next

Weather : উত্তরবঙ্গে কমবে তাপ...