You will be redirected to an external website

২০২৫ সালের মধ্যে ‘টিবি মুক্ত ভারত’ গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী

২০২৫-সালের-মধ্যে-‘টিবি-মুক্ত-ভারত’-গড়ার-ডাক-দিলেন-প্রধানমন্ত্রী

জনগণের উদ্দেশে নিজের মনের কথা বলেন প্রধানমন্ত্রী

মন কি বাত’ নামের এই রেডিও অনুষ্ঠানের ১০০ পর্ব ইতিমধ্যেই পেরিয়েছে। যদিও জুন মাসে ‘মন কি বাত’ হল এক সপ্তাহ আগে। ১৮ জুন মন কি বাতে বক্তব্য রাখতে গিয়ে তাঁর কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সামনের সপ্তাহে আমেরিকা সফরে যাবেন মোদী।

জুন মাসের মন কি বাত অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গও উঠে আসে মোদীর বক্তব্যে। জরুরি অবস্থার প্রসঙ্গে মোদী বলেছেন, “ভারত গণতন্ত্রের মাতৃভূমি। আমরা কিছুতেই ২৫ জুনের কথা ভুলব না। ওই দিন জরুরি অবস্থা জারি হয়েছিল। ভারতের ইতিহাসে তা এক কালো অধ্যায়। লক্ষ লক্ষ মানুষ এই জরুরি অবস্থার প্রতিবাদ করেছিল। গণতন্ত্রের সমর্থকদের উপর যে অত্যাচার হয়েছিল তা এখন মনকে কাঁদিয়ে তোলে।

ভারতদের বিপর্যয় মোকাবিলাকারী দলের প্রশংসাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে। অতীতের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এবং সাম্প্রতিক সাইক্লোন বিপর্যয়ের থেকে সাধারণ মানুষকে যে ভাবে পরিষেবা দিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, তার প্রশংসা শোনা গিয়েছে মোদীর গলায়।

মন কি বাতের ১০২ তম পর্বে উঠে এসেছিল ছত্রপতি শিবাজির প্রসঙ্গ। ম্যানেজমেন্ট প্রসঙ্গে ছত্রপতি শিবাজির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে মোদী বলেছেন, “যখন ম্যানেজমেন্টের প্রসঙ্গ ওঠে তখন আমাদের ছত্রপতি শিবাজির দিকে ফিরে তাকানো উচিত। সাহসিকতার পাশাপাশি তাঁর রাজ্য পরিচালনা থেকে অনেক কিছু শেখার রয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Neelachal-Express:-প্রবল-গরমের-জেরে-বেঁকে-গিয়েছিল-রেললাইন,-বড়-দুর্ঘটনা-এড়াল-নীলাচল-এক্সপ্রেস Read Next

Neelachal Express: প্রবল গরমের জেরে ...